Tender for – Vehicle

এতদ্বারা সকল স্থানীয় আইটি/ইলেকট্রনিক্স পন্য সরবারহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে জরুরী ভিত্তীতে ১. ল্যাপটপ, মোবাইল ট্যাব, ক্যামেরা, এক্সটারনাল হার্ডডিক্স এবং এক্স নোহা (০৭ সিট) সরবরাহের জন্য দরপত্র আহবান করা যাচ্ছে।

নিম্নলিখিত ঠিকানা হতে আগামী ১৩ ডিসেম্বর ২০২২ ইং হতে ২০ ডিসেম্বর ২০২২ ইং দুপুর ৪.০০ ঘটিকার মধ্যে সংগ্রহ করা যাবে অথবা নিম্নের অনুরূপ ফাইলগুলো ডাউনলোড করে তাহা চক অনুযায়ী পূরণ করে দুপুর ২.০০ ঘটিকা এর মধ্যে জমা প্রদান করা যাবে। https://agrajattra.org.bd/

আগামী ২০ ডিসেম্বর ২০২২ ইং সকাল ১১টায় টেন্ডার জামদানকারী প্রতিষ্ঠান হতে প্রধান কর্মকর্তা বা তাহার একজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।

উল্লেখ্য যে, ক্রয় কমিটি কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহন বা বাতিল করার অধিকার সংরক্ষন করেন।

Bidder-Responses

RFQ For Vehicle

Scheduled Distribution TDH-AGRAJATTRA

Suppliers-Code-of-Conduct-Declaration (1)

Vendor-Registration-Form

 

অফিস ঠিকানাঃ

অগ্রযাত্রা, হক টাওয়ার-০২ (৪র্থ তলা), আলীর জাহাল, কক্সবাজার, বাংলাদেশ।
যে কোন প্রয়োজনে, যোগাযোগঃ মোবাইল নাম্বার – ০১৮৭৯১৯৫৮৬১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *